মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

একাকী ছালাত আদায় করার পর যদি জামা‘আত


প্রশ্ন  : একাকী ছালাত আদায় করার পর যদি জামাআত শুরু হতে দেখা যায় তাহলে পুনরায় ঐ জামাআতে শরীক হওয়া যাবে কি? এবং এর নেকী পাওয়া যাবে কি?

উত্তর : অবশ্যই শরীক হতে পারবে এবং তার পূর্ণ নেকী পাবে। পরবর্তী ছালাত তার জন্য নফল হিসাবে গণ্য হবে। আবু যার গিফারী (রাঃ) হ
তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে বলেন, যখন তোমাদের আমীরগণ নির্দিষ্ট সময় হতে ছালাত দেরী করে পড়বে তখন কী করবে? আমি বললাম, আমাকে যা আদেশ করবেন তাই করব। তিনি বললেন, তুমি নির্দিষ্ট সময়ে ছালাত আদায় করবে। অতঃপর যদি তাদেরকে পাও, তাহলে তাদের সাথে পুনরায় ছালাত আদায় করবে। সেটা তোমার জন্য নফল হবে (মুসলিম, মিশকাত হা/৬০০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন