শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

চন্দ্র ও সূর্য গ্রহণের সময় পানাহার করা


প্রশ্ন  : চন্দ্র ও সূর্য গ্রহণের সময় পানাহার করা ও স্ত্রী সহবাস করা যাবে কি? চন্দ্র ও সূর্য গ্রহণের কারণ কী?

উত্তর : চন্দ্র বা সূর্য গ্রহণের সময় বিভিন্ন কাজে নিষেধ করা সামাজিক কুসংস্কার মাত্র। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, চন্দ্র, সূর্য গ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন, এগুলি কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণগ্রস্ত হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে তখন আল্লাহকে স্মরণ করবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৮২)। তিনি আরও বলেন, তোমরা আল্লাহর যিকির, দোআ ও ইস্তিগফারে মশগুল থাক (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৮৪)। সুতরাং দুনিয়াবী কাজে মগ্ন না থেকে আল্লাহর যিকির, ছালাত এবং দোআ করতে হবে। এ সময় সুন্নাত হল প্রতি রাকআতে ২টি রুকুসহ মোট চার রুকূ দিয়ে দুরাকআত সূর্য বা চন্দ্রগ্রহণের ছালাত আদায় করা (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪৮০, ৮২; দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ২৫৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন