শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

কোন মুছল্লী যদি জুম‘আর ছালাতের শেষ মুহূর্তে এসে হাযির হয়,

প্রশ্ন  : কোন মুছল্লী যদি জুমআর ছালাতের শেষ মুহূর্তে এসে হাযির হয়, তাহলে সে কিভাবে ছালাত আদায় করবে?
 
উত্তর : যদি শেষ রাক
আতে রুকূ পায় তাহলে জুমআর জামাআত পেল। ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি ছালাত পড়ে নিবে। রাসূল (ছাঃ) এরশাদ করেছেন, কেউ যদি জুমআর ছালাত এক রাকআত পায় তাহলে সে যেন ছালাত পেল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪১২)। আর যদি রুকূ না পায় তাহলে সে জুআমার ছালাত পেল না। তাই তাকে যোহরের চার রাকআত ছালাত আদায় করতে হবে (বায়হাক্বী ৩/২০৪ পৃঃ; ইরওয়া ৩/৮২ পৃঃ)। অর্থাৎ সে জুমআর নিয়তে ছালাতে যোগদান করবে এবং যোহরের চার রাকআত আদায় করবে। মনে রাখা আবশ্যক যে, রুকূর সাথে তাকে সূরা ফাতেহা পাঠ করতে হবে। কেননা সূরা ফাতিহা ব্যতীত ছালাত হয় না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮২২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন