বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

দেশীয় নিয়মানুযায়ী ৪০ কেজিতে এক মণ

প্রশ্ন  : দেশীয় নিয়মানুযায়ী ৪০ কেজিতে এক মণ হয়। কিন্তু আমের সময় বাজারে আম বিক্রি করলে ব্যবসায়ীরা ৫০ কেজিতে এক মণ হিসাব করে। এটা কি শরীআত সম্মত?
 
উত্তর : বাজারের প্রচলিত নীতির উপর ভিত্তি করে লেনদেন করা দরকার। আলাদা নিয়ম চালু করলে সেটা উভয়ের সম্মতিক্রমে হ
তে হবে। আল্লাহ তাআলা এরশাদ করেন, তোমরা ওযন করবে সঠিক মাপে। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না (শুআরা ১৮২-১৮৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন