মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

এশার ছালাত জামা‘আতের সাথে আদায় করলে সারা রাত ইবাদত করা হয়।

প্রশ্ন  : অনেক আলেম বলে থাকেন, এশার ছালাত জামাআতের সাথে আদায় করলে সারা রাত ইবাদত করা হয়। অনুরূপ ফজরের ছালাত জামাআতের সাথে আদায় করলে সারা দিন ইবাদত করা হয়। উক্ত কথা কী সঠিক? দিনে-রাতে সর্বমোট সুন্নাত কত রাকাআত? এর ফযীলত কী?
 
উত্তর : উক্ত কথা সঠিক নয় । বরং রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি এশার ছালাত জামা
আতের সাথে আদায় করল, সে যেন অর্ধরাত ক্বিয়াম করল। আর যে ব্যক্তি ফজরের ছালাত জামাআতের সাথে আদায় করল সে যেন পুরো রাত ক্বিয়াম করল (মুসলিম হা/১৫২৩)
দিনে রাতে সর্বমোট সুন্নাতে মুওয়াক্কাদাহ হ
ল ১২ রাকআত। রাসূল (ছাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে ১২ রাকআত সুন্নাত ছালাত আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। সেই বার রাকআত হল: যোহরের পূর্বে ৪ ও পরে ২, মাগরিবের পরে ২, এশার পরে ২, ও ফজরের পূর্বে ২ রাকআত (তিরমিযী হা/৪১৫; ঐ, মিশকাত হা/ ১১৫৯)। তবে ইবনে ওমর (রাঃ)-এর বর্ণনায় এসেছে ১০ রাকআত অর্থাৎ যোহরের পূর্বে ২ রাকআত (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১১৬০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন