শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১২

ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) ক্রন্দনরত অবস্থায়

প্রশ্ন  : ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) ক্রন্দনরত অবস্থায় তাওয়াফ করতে করতে বলতেন,  হে আল্লাহ!  যদি আমার ভাগ্যে মন্দ ও পাপকর্ম লিপিবদ্ধ থাকে, তাহলে উহা মিটিয়ে দিন। কারণ আপনি ইচ্ছা করলে মিটিয়ে দিতে পারেন এবং বহালও রাখতে পারেন। আপনার কাছে উম্মুল কিতাব রয়েছে। আপনি আমার তাক্বদীরকে কল্যাণময় করুন এবং গুনাহ ক্ষমা করুন। হাদীছটি কি ছহীহ? উক্ত দোআ সিজদা ও তাশাহহুদে বলা যাবে কি? বলা গেলে দোআটি হরকতসহ আরবীতে তুলে ধরার বিনীত অনুরোধ করছি।

উত্তর :বর্ণনাটি বিশুদ্ধ (সিলসিলা যঈফাহ হা/৫৪৪৮ -এর আলোচনা দ্রঃ)। উক্ত দো
আ সিজদা ও তাশাহহুদে পড়া যাবে। দোআটি নিম্নরূপ:
اَللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَ عَلَىَّ شَقْوَةً أَوْ ذَنْباً فَامْحُهُ فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتُ وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ فَاجْعَلْهُ سَعَادَةً وَمَغْفِرَةً. ابن جرير-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন