শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

যেনাকারীকে আ­ল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিনে

প্রশ্ন  : যেনাকারীকে আ­ল্লাহ তাআলা ক্বিয়ামতের দিনে কেমন শাস্তি দিবেন?।
 
উত্তর : যেনা অতীব জঘন্য কর্ম। তওবা ছাড়া আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহ বলেন, ক্বিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায় (ফুরক্বান ৬৯)। হাদীছে এসেছে, তাদেরকে উলঙ্গ অবস্থায় একটি পেটমোটা সরু মুখ সম্পন্ন চুলায় জ্বলন্ত আগুনের মাঝে পোড়ানো হবে (বুখারী হা/১৩৮৬; মিশকাত হা/৪৬২১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন