বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

পানি পানের সময় গোফ পানিতে লাগলে সে পানি পান করা কি হারাম?

প্রশ্ন  : পানি পানের সময় গোফ পানিতে লাগলে সে পানি পান করা কি হারাম? জানিয়ে বাধিত করবেন?

উত্তর : এটা সামাজিক কুসংস্কার মাত্র। তবে গোফ লম্বা রাখা সুন্নাত বিরোধী কাজ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২১)। যা অবশ্যই পরিত্যাজ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন