বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

ইমাম সূরা ফাতিহা পড়া শেষ করছেন, তখন ইমামের সাথে আমীন বলবে


প্রশ্ন  : জামাআতে শরীক হওয়ার সময় যদি দেখা যায় যে, ইমাম সূরা ফাতিহা পড়া শেষ করছেন, তখন ইমামের সাথে আমীন বলবে না আগে সূরা ফাতিহা পাঠ করবে?

উত্তর : জামা
আতে শরীক হয়ে আগে ইমামের সাথে আমীন বলবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা জামাআতে এসে ইমামকে যে অবস্থায় পাবে, সে অবস্থায় ইমামের অনুরূপ করবে (আবুদাঊদ হা/৫০৬; তিরমিযী হা/৫৯১; মিশকাত হা/১১৪২; ছহীহুল জামে হা/২৬১)। তাছাড়া হাদীছে এসেছে যে, ইমামের সাথে আমীন বললে আগের গোনাহ মাফ হয়ে যায় (বুখারী, মিশকাত হা/৮২৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন