শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১১

ওয়াসওয়াসা কী? ‘ওয়াসওয়াসা’ কি মুমিনকে ঈমানশূন্য করতে পারে?

প্রশ্ন  : ওয়াসওয়াসা কী? ওয়াসওয়াসা কি মুমিনকে ঈমানশূন্য করতে পারে? এর বাস্তবতা সম্পর্কে জানতে চাই।
 
উত্তর :
ওয়াসওয়াসা শব্দের আভিধানিক অর্থ গোপন শব্দ ও মনের খটকা (লিসানুল আরব)। আর শারীআতের পরিভাষায় মনের মধ্যে ওয়াসওয়াসা দ্বারা কুমন্ত্রণা এবং মনের মধ্যে খারাপ ধারণা এবং খারাপ কর্ম করার মানসিকতা সৃষ্টি হওয়াকে বুঝানো হয়। এটা শয়তানের পক্ষ থেকে হয় আবার মানুষের নিজের থেকেও হতে পারে। এর দ্বারা ঈমান শূন্য হয় না। তবে ঈমানের ক্ষতি হয়। এ জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ স্বীয় নবী (ছাঃ)-কেও পানাহ চাওয়ার নির্দেশ দিয়েছেন (সূরা নাস; বুখারী হা/৩২৭৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন