শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

রোগমুক্তির জন্য বাড়ীর চার কোণায় আযান দেওয়া যাবে কি?

প্রশ্ন  : রোগমুক্তির জন্য বাড়ীর চার কোণায় আযান দেওয়া যাবে কি? যার ১ম কোণে এক আযান ২য় কোণে ৩ আযান, ৩য় কোণে ৫ আযান এবং ৪র্থ কোণে ৭ আযান।

উত্তর : রোগ মুক্তির জন্য আযান দেওয়া কিংবা উল্লেখিত নিয়ম অবলম্বন করা কোনটাই শরী
আত সম্মত নয়। বরং বিদআত ও প্রত্যাখ্যাত (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন