শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

জনৈক ব্যক্তি মাদরাসার জন্য কিছু জমি দান করেছিলেন।

প্রশ্ন  : জনৈক ব্যক্তি মাদরাসার জন্য কিছু জমি দান করেছিলেন। তিনি এখন ঐ জমি ফেরত নিয়ে ধানী জমি দান করতে চান। কিন্তু ঐ ধানী জমি মাদরাসা করার উপযোগী নয়। প্রশ্ন হল- দান করে সে দান ফেরত নেওয়া কিংবা পরিবর্তন করা যাবে কি?

উত্তর : দান করে ফেরত নেওয়া শরী
আত সম্মত নয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, দান করে ফেরত নেওয়া বমি করে বমি খাওয়ার ন্যায় (আবুদাঊদ, হা/৩৫৩৯)। তবে ওয়াকফকারী তার চেয়ে উত্তম কিছু দিতে ইচ্ছা পোষণ করলে তিনি তা পরিবর্তন করতে পারেন। অন্যথা তিনি পরিবর্তন ও ফেরত নেওয়ার অধিকার রাখেন না (ফিক্বহুস সুন্নাহ, ৩য় খন্ড, পৃঃ ৩৫১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন