রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

ছালাতে সালাম ফিরানোর সময় দুই দিকেই ‘ওয়া বারাক্বা-তুহু’


প্রশ্ন  :ছালাতে সালাম ফিরানোর সময় দুই দিকেই ওয়া বারাক্বা-তুহু বলা যাবে কি?

উত্তর :
  ছালাতে সালাম ফিরানোর সময় শুধু ডান দিকে ওয়া বারাক্বা-তুহু যোগ করা যাবে (তামামুল মিন্নাহ, পৃঃ ১৭১)। উল্লেখ্য যে, বলূগুল মারামে (হা/৩১৬) আবুদাঊদের উদ্ধৃতি দিয়ে দুই দিকেই বলার কথা এসেছে। কিন্তু মূল আবুদাঊদে (হা/৯৯৭) এটা নেই। আরো উল্লেখ্য যে, তা ইবনু খুযায়মাতে উক্ত মর্মে যে বর্ণনা এসেছে তার সনদ মুনকার। কেননা আবু ইসহাক্ব নামক রাবী মুদাল্লিস ও দুর্বল (ইবনু খুযায়মাহ হা/৭২৮ টীকা দ্রষ্টব্য)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন