শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

সুন্নাত বা নফল ছালাতের ক্ষেত্রেও কি সহো সিজদা দিতে হবে?


প্রশ্ন  : আমরা জানি, ফরয ছালাতে কোন ভুল হলে সহো সিজদা দিতে হয়। সুন্নাত বা নফল ছালাতের ক্ষেত্রেও কি সহো সিজদা দিতে হবে?

উত্তর : ছালাতে ভুলক্রমে কোন ওয়াজিব তরক হয়ে গেলে শেষ বৈঠকের তাশাহ্হুদ শেষে সালাম ফিরানোর পূর্বে সিজদায়ে সহো দিতে হয়। রাকআতের গণনায় ভুল হলে বা সন্দেহ হলে বা কম বেশী হয়ে গেলে বা ১ম বৈঠকে না বসে দাঁড়িয়ে গেলে ইত্যাদি কারণে এবং মুক্তাদীগণের মাধ্যমে ভুল সংশোধিত হলে সিজদায়ে সহো আবশ্যক হয়। শাওকানী বলেন, ওয়াজিব তরক হলে সিজদায়ে সহো ওয়াজিব হবে এবং সুন্নাত তরক হলে সিজদায়ে সহো সুন্নাত হবে (আস-সায়লুল জারার ১/২৭৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন