সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

গীবতের কাফফারা কি


প্রশ্ন  : গীবতের কাফফারা কি এবং এর পাপ থেকে মুক্তির উপায় কি?

উত্তর : গীবতের কাফফারা হচ্ছে যার গীবত করা হয়েছে তার নিকটে ক্ষমা চাওয়া। যেমন আবুবকর ও ওমর (রাঃ) তাঁদের খাদেমের গীবত করলে, রাসূলুল্লাহ (ছাঃ) ঐ খাদেমের নিকট ক্ষমা চাইতে বলেন (আমসিক আলায়কা লিসানাকা, পৃঃ ৪৩)। তবে সরাসরি ক্ষমা চাইতে গেলে যদি ফিৎনার সৃষ্টি হয়, তাহ’লে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আর তার কুৎসা রটনার পরিবর্তে তার প্রশংসা করতে হবে (ঐ, পৃঃ ৫৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন