শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১

পীর ধরা কি জায়েয? মানুষ কেন পীর ধরে?

প্রশ্ন  : পীর ধরা কি জায়েয? মানুষ কেন পীর ধরে? পীর ধরার ইতিহাস সম্পর্কে জানতে চাই।

উত্তর : পীর ধরা এবং মুরীদ হওয়া সম্পূর্ণ নাজায়েয কাজ। এটি না ছিল রাসূল (ছাঃ)-এর যুগে, না ছিল ছাহাবী, তাবেঈ ও তাবে তাবেঈদের যুগে। পরবর্তীকালে কিছু লোক অমুসলিমদের অনুকরণে নিজেরা পীর সেজে মূর্খ লোকদের মুরীদ বানিয়ে বিনা পুঁজির ব্যবসা করছে। যদিও তাতে কোন মূলধন বিনিয়োগের প্রয়োজন হয় না এবং এই বিশাল ব্যবসায় কোন আয়করও দিতে হয় না।
মহান আল্লাহ তার
অসীলা অর্থাৎ নৈকট্য অন্বেষণ করতে বলেছেন (মায়েদাহ ৩৫)। এর অর্থ পীর বা কোন মাধ্যম ধরা নয়। বরং এর অর্থ তাঁর আনুগত্য ও সন্তুষ্টির মাধ্যমে তাঁর নৈকট্য সন্ধান করা (ইবনে কাছীর, উক্ত আয়াতের তাফসীর দ্রঃ)। রাসূলুল্লাহ (ছাঃ) পীর ধরতে বলেননি। বরং তাঁর এবং তাঁর খুলাফায়ে রাশেদীনের সুন্নাত আঁকড়ে ধরতে বলেছেন (আবুদাঊদ, মিশকাত হা/১৬৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন