রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

স্বামী জীবিত অবস্থায় তার স্ত্রীকে ছালাত


প্রশ্ন  : স্বামী জীবিত অবস্থায় তার স্ত্রীকে ছালাত সহ অন্যান্য সৎ কাজের তাকীদ দেন। কিন্তু স্ত্রী তা অবহেলা করে। এজন্য স্বামী তার উপর অসন্তুষ্ট ছিলেন। এমতাবস্থায় স্বামী মারা যান। বর্তমানে স্ত্রী ছালাত ও সৎ কাজের প্রতি খুবই ঝুঁকে পড়েছে। জনৈক আলেম বলেন, আল্লাহর কসম! যার উপর স্বামী অসন্তুষ্ট, ঐ মহিলা জাহান্নামী। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর : স্বামীর আনুগত্য না করা একটি কঠিন অপরাধ। রাসূল (ছাঃ) জনৈকা মহিলাকে বলেন, স্বামী তোমার জান্নাত ও জাহান্নাম (নাসাঈ কুবরা, আহমাদ, সিলসিলা ছহীহাহ হা/২৬১২, সনদ ছহীহ)। অন্য হাদীছে বলা হয়েছে, স্বামীর অবাধ্যতার কারণে মহিলারা বেশী বেশী জাহান্নামে যাবে (বুখারী হা/১০৫২; মিশকাত হা/১৪৮২)
তবে কোন মহিলা যদি অনুতপ্ত হয়ে তওবা করে তাহ
লে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। কারণ শিরক ব্যতীত যাবতীয় পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন (নিসা ৪৮ ও ১১৬)। সুতরাং উক্ত বক্তব্য সঠিক নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন