মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে করণীয় কী?

প্রশ্ন  : মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে করণীয় কী? অনেকে দুরাকআত ছালাত আদায় করতে এবং দান-খয়রাত করতে বলেন। সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
 
উত্তর : মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোন করণীয় নেই। তবে সর্বাবস্থায় তাদের জন্য দো
আ ও ছাদাক্বা করা উচিত। মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে (ক) ভাল স্বপ্ন- যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে (খ) শয়তানের পক্ষ থেকে- যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে (গ)  নিজের খেয়াল ও কল্পনা- যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)
স্বপ্নে ভাল কিছু দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। চাইলে অন্যকেও সে বিষয়ে অবহিত করবে। আর খারাপ কিছু দেখলে শয়তান থেকে আশ্রয় চাইবে, বাম দিকে তিনবার আঊযুবিল্লাহ বলে থুক মারবে এবং পার্শ্ব পরিবর্তন করবে। কাউকে সে বিষয়ে বলবে না (বুখারী হা/৭০৪৫)

২টি মন্তব্য:

  1. স্বপ্নে নতুন কবর দেখলে কি হয়?

    উত্তরমুছুন
  2. স্বপ্নে নতুন কবর দেখে কাদতে দেখা?এটার ব্যাখ্যা একটু হাদিসের আলোকে জানাবেন।

    উত্তরমুছুন