রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

‘ওয়া‘তাছিমু বিহাবলিল্লা-হি জামী‘আওঁ ওয়ালা তাফাররাকূ’


প্রশ্ন : বিভিন্ন তরীকা ও মাযহাবে বিভক্ত মুসলিম মিল্লাতের জন্য ‘ওয়া‘তাছিমু বিহাবলিল্লা-হি জামী‘আওঁ ওয়ালা তাফাররাকূ’ এ আয়াতের নির্দেশ কিভাবে বাস্তবায়িত হবে?

উত্তর: রাসূলুল্লাহ (ছা:) বলেছেন, ... একটি মাত্র দল জান্নাতে যাবে। আর সে দলটির পরিচয় হিসাবে তিনি বলেন, আমি এবং আমার ছাহাবীগণ যার উপর আছি
(ছহীহ তিরমিযী হা/২৬৪১; মিশকাত হা/১৭১)। অতএব রাসূল ও ছাহাবীদের গুণাবলী সম্পন্ন জান্নাতী দলে অন্তর্ভুক্ত হ’তে পারলে এবং পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহকে সর্বক্ষেত্রে শর্তহীনভাবে মেনে চললে ঐক্য গড়ে তোলা সম্ভব। উক্ত আয়াতে ঐক্যের জন্য হাবলুল্লাহকে আঁকড়ে ধরার শর্ত করা হয়েছে, আব্দুল্লাহকে নয়। অতএব যারাই হাবলুল্লাহকে আঁকড়ে ধরবেন তাদের সাথেই ঐক্য করতে হবে, তাই তিনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন। অন্তত: আক্বীদাগত ঐক্য গড়ায় কোন বাধা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন