বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১১

কাউকে জিজ্ঞেস করা হ’ল যে, আপনি কেমন আছেন?


প্রশ্ন: :  কাউকে জিজ্ঞেস করা হল যে, আপনি কেমন আছেন? সে উত্তরে বলল, আল্লাহর রহমতে ও আপনাদের দোআয় ভাল আছি। এরূপ বলা যাবে কি?

উত্তর: এরূপ বলা উচিত নয়। বরং বলতে হবে
আল্লাহর রহমতে অত:পর আপনাদের দোআয় ভাল আছি। এখানে অত:পর শব্দটি গুরুত্বপূর্ণ (ছহীহ ইবনে মাজাহ হা/২১১৭; ছহীহ বুখারী হা/৬৬৫৩, শপথ ও মানত অধ্যায়, অনুচ্ছেদ-৭; মিশকাত হা/১৮৭৮)। তবে শুধু আল-হামদুলিল্লাহ্ ভাল আছি বলা উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন