বুধবার, ৬ এপ্রিল, ২০১১

নবী করীম (ছাঃ) ওযূ ও গোসলে

প্রশ্নঃ  নবী করীম (ছাঃ) ওযূ ও গোসলে সাধারণত কতটুকু পানি খরচ করতেন? ফরয গোসলে তিনি কতটুকু পানি ব্যবহার করতেন?

উত্তরঃ পানির অপচয় না করে ওযূ ও গোসলে পরিমাণ মত পানি খরচ করা সুন্নাত। আনাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) ওযূ করতেন এক মুদ পানি দ্বারা এবং গোসল করতেন এক ‘ছা’ হ’তে পাঁচ মুদ পর্যন্ত পানি দ্বারা (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৩৯)। আয়েশা (রাঃ) বলেন, তিনি এবং আল্লাহর রাসূল (ছাঃ) এক ‘ফারাক্ব’ বা তিন ‘ছা‘ পানি দ্বারা গোসল করতেন (মুসলিম, ফাতহুল বারী ১/৩৭২)। অত্র হাদীছ সমূহ দ্বারা বুঝা যায় যে, ওযুর চেয়ে ফরয গোসলে পানি বেশী লাগতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন