রবিবার, ৩ এপ্রিল, ২০১১

ঈদের মাঠে ছালাত আদায়


প্রশ্ন : মুছল্লী বেশী হওয়ার কারণে মসজিদে জায়গা সংকুলান না হলে ঈদের মাঠে ছালাত আদায় করা যাবে কি? ঈদের মাঠে ঈদের ছালাত ব্যতীত অন্য ছালাত হবে না একথা কতটুকু সঠিক?

উত্তর: মসজিদে জায়গা সংকুলান না হ’লে ঈদের মাঠ সহ যেকোন পবিত্র স্থানে ছালাত আদায় করা যাবে। ঈদের মাঠে ঈদের ছালাত ছাড়া অন্য ছালাত হবে না এই ধারণা সঠিক নয়। রাসূলুল্লাহ (ছা:) বলেন, ‘সমগ্র যমীনকে আমার জন্য পবিত্র স্থান এবং মসজিদ বানিয়ে দেয়া হয়েছে
(ছহীহ আবুদাঊদ হা/৪৮৯; মিশকাত হা/৫৭৪৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন