সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে দো‘আ


প্রশ্ন  : অনেকে ছালাতের সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে দোআ পড়ে থাকেন। এর প্রমাণে ছহীহ দলীল জানিয়ে বাধিত করবেন।

উত্তর : মাথায় হাত রেখে দো
আ পড়ার যে হাদীছ বর্ণিত হয়েছে তা নিতান্তই দুর্বল (ত্বাবারাণী, আল-মুজামুল আওসাত, পৃঃ ৪৫১) । শায়খ নাছিরুদ্দীন আলবানী (রহঃ) বলেন, উক্ত বর্ণনার সনদে কাছীর নামে একজন রাবী রয়েছে, সে নিতান্ত দুর্বল। ইমাম বুখারী, আবু হাতিম, নাসাঈসহ অন্যান্য মুহাদ্দিছগণ তাকে অস্বীকৃত রাবী বলে মন্তব্য করেছেন (সিলসিলা যঈফাহ হা/৬৬০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন