রবিবার, ৩১ জুলাই, ২০১১

স্বামীর অগোচরে স্ত্রী তার সম্পদ দান করতে পারবে কি?


প্রশ্ন  : স্বামীর অগোচরে স্ত্রী তার সম্পদ দান করতে পারবে কি?

উত্তর : স্ত্রী যদি মনে করে স্বামী জানতে পারলে মেনে নিবেন না, তাহ
লে দান করতে পারবে না। কারণ স্বামীর অনুমতি ছাড়া দান করা নিষেধ (তিরমিযী, মিশকাত হা/১৯৫১, সনদ হাসান)। সংসার ধ্বংসকর নয় এমন দান করা যাবে। এতে স্ত্রী, স্বামী এবং রক্ষণাবেক্ষণকারীও ছওয়াব পাবে (বুখারী হা/১৪২৫; মুসলিম হা/১০২৪; মিশকাত হা/১৯৪৭)। অন্য হাদীছে এসেছে, স্বামীর নির্দেশ ছাড়া দান করলে স্ত্রী অর্ধেক ছওয়াব পাবে (বুখারী হা/২০৬৬; মিশকাত হা/১৯৪৮)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন