সোমবার, ২৫ জুলাই, ২০১১

ঈদগাহে ছালাত শেষে মুছল্লীদের নিকট


প্রশ্ন  : ঈদগাহে ছালাত শেষে মুছল্লীদের নিকট হতে ইমামের জন্য টাকা উঠানো যাবে কি?

উত্তর : ছালাতের পর টাকা উঠনো জায়েয। রাসূল (ছাঃ) ছালাতের খুৎবা শেষে দান করার জন্য বলতেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৫২)। ফী সাবীলিল্লাহ টাকা উঠানোর পর তা প্রয়োজনীয় খাতে ব্যয় করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন