সোমবার, ২৫ জুলাই, ২০১১

এক্বামতের শেষে আল্লাহু আকবার কতবার বলবে


প্রশ্ন  : এক্বামতের শেষে আল্লাহু আকবার কতবার বলবে এই নিয়ে আমাদের এলাকায় মতপার্থক্য বিরাজ করছে। একবার বলবে না দুইবার বলবে? দলীল ভিত্তিক সমাধান চাই।

উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) যেভাবে এক্বামতের শব্দগুলো শিক্ষা দিয়েছেন সেভাবেই বলতে হবে। উক্ত মতপার্থক্যের প্রশ্নই আসে না। যেমন-
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَىَّ عَلَى الصَّلاَةِ، حَىَّ عَلَى الْفَلاَحِ، قَدْ قَامَتِ الصَّلاَةُ قَدْ قَامَتِ الصَّلاَةُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّه.
(আবুদাঊদ হা/৪৯৯)। অতএব শেষে একবার আল্লাহু আকবার বলা যাবে না; বরং দু
বার বলতে হবে। কারণ এটি একটি জোড় বাক্য হিসাবে মার্রাতান বলা হয়েছে। একে ভাঙ্গা যাবে না (দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ৪০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন