বুধবার, ১৩ জুলাই, ২০১১

চাকরীর প্রথম বেতন পেয়ে


প্রশ্ন  : চাকরীর প্রথম বেতন পেয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে মিষ্টি খাওয়ানোর প্রথা সমাজে চালু আছে। এটা কি শরীআত সম্মত?
 
উত্তর : এটি শরী
আত সম্মত নয়। বরং যেকোন আনন্দে সিজদায়ে শুকর আদায় করা সুন্নাত (আবূদাঊদ, তিরমিযী, মিশকাত হা/১৪৯৪ সিজদায়ে শুক্র অনুচ্ছেদ)। তাছাড়া এজন্য আল্লাহর রাস্তায় ছাদাক্বা করা আবশ্যক। কাব বিন মালিক (রাঃ)-এর তওবা কবুল হওয়ার সুসংবাদ পেয়ে তিনি খুশী হয়ে ছাদাক্বা করেছিলেন (বুখারী হা/৪৪১৮, যুদ্ধ-বিগ্রহ অধ্যায় ৮০ অনুচ্ছেদ হাদীছু কাব বিন মালেক; তাফসীর ইবনে কাছীর, তওবা ১১৮)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন