সোমবার, ১১ জুলাই, ২০১১

ভ্রূণ নির্গত হ’লে তার জানাযার ছালাত


প্রশ্ন  : ভ্রূণ নির্গত হলে তার জানাযার ছালাত পড়তে হবে কি?

উত্তর : কান্নার শব্দ, জীবনের প্রমাণ পাওয়া বা হাঁচি না দিলে জানাযা পড়া যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
যখন ভূমিষ্ট নবজাতক চিৎকার করবে, তখন তার উপর জানাযা পড়া হবে এবং সে ওয়ারিছ হবে (তিরমিযী, হা/১০৪; ইবনু মাজাহ হা/১৫০৮; মিশকাত হা/৩০৫০ ফারায়েয ও অছিয়ত সমূহ অধ্যায়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন