সোমবার, ১১ জুলাই, ২০১১

একমাত্র মেয়েকে নিজের সমুদয় সম্পত্তি


প্রশ্ন  : পিতা স্বীয় জীবদ্দশায় একমাত্র মেয়েকে নিজের সমুদয় সম্পত্তি লিখে দিতে পারবেন কি?
 
উত্তর : না। কারণ পিতার মৃত্যুর পূর্বে মেয়ে অংশীদার হয় না। একমাত্র মেয়ে (অন্য কোন সন্তান না থাকা সাপেক্ষে) শরী
আত কর্তৃক নির্ধারিত অর্ধেক সম্পত্তির অধিকারী হবে এবং তা পিতার মৃত্যুর পরে। তবে জীবদ্দশায় তাকে হাদিয়া হিসাবে কিছু দিতে পারে। এ ক্ষেত্রে অন্য সন্তান থাকলে সকলকে সমপরিমাণ দিতে হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩০১৯ বখশিষ অনুচ্ছেদ ক্রয়-বিক্রয় অধ্যায় অনুচ্ছেদ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন