বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

মৃত মাতা-পিতার জন্য কোন্ কোন্ দো‘আ

প্রশ্ন  : মৃত মাতা-পিতার জন্য কোন্ কোন্ দো‘আ পড়ে ক্ষমা চাইতে হবে? দো‘আগুলো বাংলা উচ্চারণসহ জানতে চাই। উক্ত দো‘আগুলো ছালাতের মধ্যে ও ছালাতের বাইরে হাত তুলে করা যাবে কি?

উত্তর : নিম্নের আয়াত পাঠ করবে-
رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ  ‘রববানাগফিরলী ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া লিলমু’মিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব (ইবরাহীম ৪১)। অনুরূপভাবে নিম্নের আয়াতাংশও পড়া যাবে-  رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِىْ صَغِيْراً ‘রাবিবর হামহুমা কামা রাববাইয়ানী ছাগীরা (বণী ইসরাঈল ২৪)। এছাড়া মৃত পিতা-মাতার জন্য জানাযায় পঠিত ‘আল্লাহুম্মাগফির লাহু ওয়ার হামহু..’ এবং ‘আল্লাহুম্মাগ ফির লি হাইয়িনা ...’  দো‘আগুলোও পড়া যাবে। ছালাতের মধ্যে তাশাহ্হুদ ও দরূদ পড়ার পর সালামের পূর্বে উক্ত দো‘আগুলো পাঠ করা যাবে। আর ছালাতের বাইরে অন্য সময়ে একাকী হাত তুলে উক্ত দো‘আগুলো সহ নিজ ভাষাতেও পিতা-মাতার জন্য ক্ষমা চেয়ে দো‘আ করা যাবে। উল্লেখ্য, দো‘আ শেষে হাত দ্বারা মুখ মাসাহ না করে ছেড়ে দিবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন