বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

শৈশবে কোন পাপ কাজ করে থাকলে


প্রশ্ন : শৈশবে কোন পাপ কাজ করে থাকলে এবং অন্যের হক নষ্ট করে থাকলে বড় হওয়ার পর তার কিছু করণীয় আছে কি?

উত্তর : অবুঝ বয়সে কোন অন্যায় করে থাকলে তা গোনাহের খাতায় লিপিবদ্ধ হবে না। কারণ তিন শ্রেণীর লোক থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে ... যার মধ্যে একজন হ
ল অপ্রাপ্ত বয়স্ক শিশু (ছহীহ আবুদাঊদ হা/৪৪০১, ৪৪০২; ছহীহ তিরমিযী হা/১৪২৩)। তবে যুবকের আলামত পাওয়া না গেলেও বুদ্ধিমান হলে তার গোনাহ লিপিবদ্ধ করা হবে (ছহীহ আবুদাঊদ হা/৪৩৯৯)। অতএব পূর্ণাঙ্গ বুদ্ধিমান হওয়ার পরে কোন অন্যায় করে থাকলে তার জন্য তওবা করবে আর কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিবে (বুখারী, মিশকাত হা/৫১২৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন