মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

তিনটি নিষিদ্ধ সময়ে ক্বাযা ছালাত আদায় করা যাবে।


প্রশ্নঃ  : জনৈক আলেম বলেন, তিনটি নিষিদ্ধ সময়ে ক্বাযা ছালাত আদায় করা যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? কোন্ কোন্ সময় ছালাত আদায় করা নিষিদ্ধ?

উত্তর : সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্তকালে ছালাত শুরু করা সিদ্ধ নয়। অনুরূপভাবে আছরের ছালাতের পর হ
তে সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের ছালাতের পর হতে সূর্যোদয় পর্যন্ত কোন ছালাত নেই। তবে এ সময় ক্বাযা ছালাত আদায় করা জায়েয আছে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত, হা/১০৩৯-৪১, ৪৩; ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ৪৫)। তাছাড়া যে কোন সময়ে ক্বাযা ছালাত আদায় করা যায়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ছালাত থেকে ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে যখন স্মরণ হবে তখনই ছালাত আদায় করবে (মুসলিম, মিশকাত হা৬৮৪; বুখারী, মিশকাত হা/৬০১, ৬০২)। অনুরূপ তাহইয়াতুল মাসজিদ যেকোন সময় পড়া যাবে (বুখারী হা/৪৪৪; মিশকাত হা/৭০৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন