সোমবার, ৭ নভেম্বর, ২০১১

মহিলারা ছালাত আদায় করার সময় পিঠ, পেট ও মাথার চুল

প্রশ্ন  : মহিলারা ছালাত আদায় করার সময় পিঠ, পেট ও মাথার চুল খোলা রাখলে তাদের ছালাত হবে কি?

উত্তর : ছালাত আদায়ের সময় উক্ত অঙ্গগুলো খোলা রাখলে তাদের ছালাত শুদ্ধ হবে না (আবূদাঊদ, বুলুগুল মারাম হা/২০৭)। কেননা ‘মহিলাদের সর্বাঙ্গ সতরের অন্তর্ভুক্ত, চেহারা ও দুই হস্ততালু ব্যতীত
(ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ৩৮)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন