বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় সমাজের এমন অনেক মানুষের বাড়িতে খেতে হয়,


প্রশ্ন  :আমি একটি মসজিদের বেতনভুক ইমাম। আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় সমাজের এমন অনেক মানুষের বাড়িতে খেতে হয়, যাদের উপার্জন হালাল নয়। এমনকি অনেকে ছালাতও আদায় করে না। এমতাবস্থায় আমার করণীয় কী?

উত্তর : যদি জানা যায় যে, তার উপার্জন স্পষ্ট হারাম তাহ
লে তার বাড়ীতে খাওয়া যাবে না (মুসলিম, মিশকাত হা/২৭৬০)। তবে উপার্জিত সম্পদ হারাম হলেও খাদ্যটি হারাম না হলে তার বাড়িতে খাওয়া যাবে। কারণ রাসূল (ছাঃ) ইহুদীর খাদ্য খেয়েছেন যাদের উপার্জন হারাম পন্থাতেও হয়ে থাকে (আহমাদ হা/১২৭৮৯, ১৩৪৪৮; বুখারী হা/২৬১৭; মুসলিম হা/২১৯০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন