সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

বিড়ি , সিগারেট , জর্দা , গুল , হিরোইণ --এগুলো খেলে সালাত কবুল হবে কি ?


প্রশ্নঃ       বিড়ি , সিগারেট , জর্দা , গুল , হিরোইণ হারাম বস্তু এগুলো খেলে সালাত কবুল হবে কি ?

উত্তরঃ      এগুলো মাদকের অন্তর্ভুক্ত এবং হারাম বস্তু রাসূল (সাঃ) বলেন , যার বেশীতে মাদকতা আসে , তার অল্পটাও হারাম (তিরমিযী , আবু দাউদ , ইবনু মাজাহ , মিশকাত হা/৩৬৪৫ দন্ডবিধি অধ্যায় মদ্যপান অনুচ্ছেদ) আল্লাহ তায়ালা বলেন , পবিত্র বস্তু তাদের জন্য হালাল করা হয়েছে এবং অপবিত্র বস্তু হারাম করা হয়েছে (রাফ/১৫৭) আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না ( মুসলিম , মিশকাত হা/২৭৬০ হালাল উপার্জন অনুচ্ছেদ) অতএব এসব অপবিত্র বস্তু খেলে তওবা না করা পর্য্ ন্ত কিভাবে সালাত কবুল হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন