রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

উক্ত ব্যবসা কি বৈধ ?


প্রশ্নঃ       অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ী গহনা তৈরির সময় মূল স্বর্ণের সাথে অন্য ধাতু মিশ্রণ করে স্বর্ণের দামে বিক্রি করে উক্ত ব্যবসা কি বৈধ ?

উত্তরঃ      ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য কেউ এমনটি করলে এই ব্যবসা অবশ্যই হারাম হবে আবু হুরায়রা (রাঃ) বলেন , রাসূল (সাঃ) প্রতারণার মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন ( মুসলিম , মিশকাত হা/২৮৫৫) পক্ষান্তরে খাদ মিশিয়ে গহনা বানালে এবং সে হিসেবে দাম কম নিলে ও ক্রেতাকে সেটা জানিয়ে দিলে সেটা ধোঁকা হবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন