সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে


প্রশ্নঃ       জনৈক আলেম বলেন , হানাফী , শাফেয়ী , মালেকী আহলে হাদীস বলে কাউকে পরিচয় দেওয়া উচিত নয় ; বরং সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে উক্ত দাবী কি সঠিক ?

উত্তরঃ      সবাই মুসলিম বলে পরিচয় দিলে কোন সমস্যা নেই দাওয়াতী ক্ষেত্রে এটি বেশ কার্যকরী কিন্তু যেহেতু মাযহাবী পরিচয় দিয়ে বহু বিদআদকে সমাজে চালু রাখা হয়েছে সেহেতু সহীহ হাদীসের অনুসারী হিসেবে আহলুল হাদীস নামটি বৈশিষ্ট্যগত পরিচিতি হিসাবে বলা হয়ে থাকে কারণ আহলুল হাদীস মুসলিমগণই হচ্ছেন একমাত্র হক্বপন্থী দল ক্বিয়ামত পর্যন্ত একটি দল হক্বের উপরে দৃঢ় থাকবে মর্মে যে সকল সহীহ হাদীস বর্ণিত হয়েছে (সহীহ মুসলিম হা/১৯২০ , সহীহ তিরমিযী হা/২২২৯) সে দল সম্পর্কে মুহাদ্দিছগণের বক্তব্য হলো তারা হলেন আহলুল হাদীস
উক্ত হক্বপন্থী দল কোনটি এর ব্যাখ্যায় ইয়াযীদ ইবনু হারুন বলেন , তারা যদি আহলুল হাদীস গণ না হন তাহলে আমি জানি না তারা কারা ইমাম আহমাদ ইবনু হাম্বলও একই কথা বলেছেন আব্দুল্লাহ ইবনু মুবারাক বলেন , আমার নিকট এ হক্বপন্থী দলটি হচ্ছে আহলুল হাদীস উক্ত হাদীছের ব্যাখ্যায় আলী ইবনুল মাদীনী ও ইমাম বুখারী একই কথা বলেন (দ্রঃ সিলসিলাহ সহীহাহ হা/২৭০-এর ব্যাখ্যা) অতএব যারাই সহীহ দলীল ভিত্তিক নিজেদের সার্বিক জীবন পরিচালনা করে তারাই আহলে হাদীস এটি বিদআতীদের থেকে পৃথক বৈশিষ্ট্যগত স্বাতন্ত্রের পরিচয় মাত্র যেমন কুরআনে মুহাজির ও আনছারদের স্ব স্ব বৈশিষ্ট্যগত নামে প্রশংসা করা হয়েছে (তওবা - ১০০) যদিও তারা উভয় দলই মুসলিম ছিলেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন