সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

সূরা তওবার ৭৫ ও ৭৬ নং আয়াতদ্বয়


প্রশ্নঃ       সূরা তওবার ৭৫ ও ৭৬ নং আয়াতদ্বয় কোন ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়েছে ?

উত্তরঃ      অনুবাদঃ- আর তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে , যারা আল্লাহর নিকট ওয়াদা করে যে , আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ করেন , তবে আমরা দান-খয়রাত করব ও নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব ( তওবা-৭৫ ) অতপর যখন আল্লাহ তাদেরকে অনুগ্রহ করলেন , তখন তারা তাতে কার্পণ্য করতে লাগলো এবং হঠকারিতার সাথে বিমুখতা অবলম্বন করল ( তওবা-৭৬) উক্ত আয়াতের শানে নুযুল প্রসঙ্গে বলা হয় যে , ছালাবা (রাঃ) এর ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাযিল হয়েছে ইবনু কাছীর (রহঃ) উক্ত ঘটনাটি বর্ননা করেছেন কোনরুপ মন্তব্য ছাড়াই প্রকৃত প্রস্তাবে উক্ত ঘটনা সঠিক নয় ইমাম কুরতুবী সহ অন্যান্য বহু মুফাসসির এই ঘটনা সঠিক নয় বলে মন্তব্য করেছেন ( তাফসীরে কুরতুবী ৮/২১১ পৃঃ , উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রঃ ; আলবানী , সিলসিলাহ যঈফাহ হা/১৬০৭) তাছাড়া ঐ নামে দুজন ব্যক্তি ছিলেন একজন বদরী সাহাবী , যিনি ওহোদ যুদ্ধে শহীদ হন তার নামে উক্ত কৃপণতা ও রাসূলের অবাধ্যতার ঘটনা ডাহা মিথ্যা ও বানোয়াট ছাড়া কিছুই নয় অন্য জনের নামে হলে সেটার সূত্র অত্যন্ত যঈফ যদিও ইবনু জারীর ও ইবনু কাছীর স্ব-স্ব তাফসীরে ঘটনাটি উল্লেখ করেছেন ( তাফসীরে এবনু কাছীর , উক্ত আয়াতের টীকা দ্রষ্টব্য)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন