রবিবার, ২৩ জানুয়ারী, ২০১১

এসব দরুদ পড়া কি জায়েজ ?


প্রশ্নঃ       আমাদের এলাকায় প্রায় মসজিদের ইমামগণ সালাত শেষে মুছল্লিদেরকে নিয়ে গোল হয়ে বসেন বিভিন্ন রকমের দরুদ পড়ে থাকেন যেমন বালাগুল উলা , ছাল্লাল্লাহু , ইয়া মুহাম্মাদ , ইয়া রাসূলুল্লাহ , ইয়া হাবীবাল্লাহ ইত্যাদি এসব দরুদ পড়া কি জায়েজ ?

উত্তরঃ      এসব দরুদ সুন্নাত বিরোধী যা পড়লে নেকীর স্থানে গুনাহ হবে একদা সাহাবীগণ বলেন , হে আল্লাহর রাসূল (সাঃ) ! আল্লাহ আমাদেরকে আপনার উপর সালাত ও সালাম দিতে নির্দেশ দিয়েছেন আপনার উপর কিভাবে সালাত পড়বো ? তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন , তোমরা বল আল্লাহুম্মা ছল্লি আলা……….’(মুত্তাফাক্ব আলাইহ , মিশকাত হা/৯১৯) অর্থাৎ দরুদে ইব্রাহীম আর এভাবে গোল হয়ে বসে বিভিন্ন জিকির করার বিরুদ্ধে ইবনু মাসউদ (রাঃ) এর কঠিন ধমকিপূর্ণ হাদীসটি অতি প্রসিদ্ধ (দারেমী হা/২০৪ , সনদ সহীহ)  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন