রবিবার, ২৬ জুন, ২০১১

কদরের রাত কিভাবে বুঝা যাবে?


প্রশ্ন : নবী করীম (ছা:) কদরের রাত দেখেছেন কি? কদরের রাত কিভাবে বুঝা যাবে?

উত্তর: রাসূলুল্লাহ (ছা:) কদরের রাত বুঝতে পারতেন (বুখারী, মিশকাতহা/২০৯৫)। কদরের রাত কোনটি তা অন্যদের জানা যরূরী নয়। রাসূলুল্লাহ (ছা:) বলেন, কদর রাতের  নির্দিষ্ট তারিখ না জানার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে (বুখারী, মিশকাত হা/২০৯৫)। বরং কদরের রাতগুলোতে ইবাদত করা যরূরী। রাসূলুল্লাহ (ছা:) তাঁর পরিবারকে নিয়ে এ রাতগুলোতে রাত্রি জেগে ইবাদত করতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২০৯০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন