রবিবার, ২৬ জুন, ২০১১

যে ওযূ দ্বারা জানাযার ছালাত আদায় করা হয়


প্রশ্ন : যে ওযূ দ্বারা জানাযার ছালাত আদায় করা হয় সেই ওযূতে ফরয ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: যে কোন ছালাতের জন্য ওযূ করার পর ওযূ নষ্ট না হওয়া পর্যন্ত অন্য ছালাত আদায় করা যাবে। আনাস (রা:) বলেন, রাসূলুল্লাহ (ছা:) প্রত্যেক ছালাতের জন্য ওযূ করতেন। আমাদের কারো ওযূ নষ্ট না হওয়া পর্যন্ত একই ওযূতে বার বার ছালাত আদায় করতেন (দারেমী, মিশকাত হা/৪২৫)। ওযূ ভঙ্গ না হ
লে ছালাত আদায়ের জন্য পুনরায় ওযূ করা আবশ্যিক নয় (আবুদাঊদ হা/১৭১; আহমাদ মিশকাত হা/৪২৬, সনদ ছহীহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন