মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

কী পরিমাণ সম্পদ থাকলে হজ্জ করা ফরয?


প্রশ্ন  : কী পরিমাণ সম্পদ থাকলে হজ্জ করা ফরয?

উত্তর : নিরাপদ ও সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাসহ দৈহিক সক্ষমতা থাকলে এবং আর্থিকভাবে কা‘বা ঘরে যাওয়া ও আসার সমপরিমাণ সম্পদ থাকলে তার ওপর হজ্জ ফরয (আলে ইমরান ৯৭)। অনেকের উপর হজ্জ ফরয হওয়া সত্ত্বেও বিভিন্ন অজুহাতে অলসতা করেন। অথচ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি হজ্জের সংকল্প করে, সে যেন দ্রুত সেটা সম্পাদন করে
(আবুদাঊদ, দারেমী, মিশকাত হা/২৫২৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন