রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

কেউ যদি বলে কুরআনের কসম


প্রশ্ন  : কেউ যদি বলে কুরআনের কসম বা কা‘বার কসম তাহ’লে কি শিরক হবে?

উত্তর : মানুষ কসম করতে পারে কেবলমাত্র আল্লাহর নামে (বুখারী হা/৩৮৩৬, মুসলিম হা/৪৩৪৮)। অন্যের নামে কসম করা শিরক (তিরমিযী, সনদ ছহীহ, মিশকাত হা/৩৪১৯)। ইবনুল আরাবী বলেন, যদি কোন ব্যক্তি জেনে-শুনে এরূপ শপথ করে, সে ব্যক্তি কাফির। আর যদি কেউ অজ্ঞতার বশে বা নিজের অজান্তে বলে ফেলে, তবে পরক্ষণেই
لا اله الا الله বললে তার অন্তর ভুল থেকে সঠিকতার দিকে ঘুরে যায় (ফাৎহুল বারী হা/৪৫৭৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন