রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

পাশাপাশি দুইটি পৃথক মসজিদের একটিতে


প্রশ্ন  : পাশাপাশি দুইটি পৃথক মসজিদের একটিতে পরুষ ও একটি মহিলা ছালাত আদায় করে থাকে। সাউন্ড বক্সের মাধ্যমে একই সঙ্গে জামা‘আত করা যাবে কি?

উত্তর : যাবে। যদি দেখে বা শুনে ইমামের রকূ, সিজদা, কওমা বুঝা যায় তাহ’লে অন্য মসজিদ বা অন্য স্থান  থেকেও জামা‘আতে ছালাত আদায় করা জায়েয। মুক্তাদী ও ইমামের মাঝখানে রাস্তা বা দেয়াল থাকলেও কোন দোষ নেই, যদি মুক্তাদী ইমামের তাকবীরে তাহরীমা সহ সব তাকবীর শুনতে পায় রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর শয়নকক্ষে রাত্রির নফল ছালাত আদায় করেন। কক্ষের বাহির থেকে লোকেরা তাঁর ইক্তেদা করে দুই বা তিন রাক‘আত (বুখারী, ‘আযান’ অধ্যায়, হা/৭২৯, অনুচ্ছেদ-৮০)
তবে এজন্য স্থানিক নৈকট্য থাকতে হবে। রেডিও বা টিভির মাধ্যমে ইক্তেদা করে দূরবর্তী স্থানে ছালাত আদায় করা যাবে না (ফিক্বহুস সুন্নাহ ১/১৮০ টীকা দ্রঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন