শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

আমার পিতার শুধু তাশাহহুদ মুখস্থ আছে।


প্রশ্ন  : আমার পিতার শুধু তাশাহহুদ মুখস্থ আছে। আমরা চেষ্টা করেও আর কোন দোআ শিখাতে পারিনি। এ অবস্থায় তার ছালাত হবে কি?

উত্তর : হবে। রাসূল (ছাঃ) এ ধরনের একজন ব্যক্তিকে শুধু নিম্নের দো
আ শিক্ষা দিয়েছিলেন- সুবহা-নাল্লা-হি ওয়াল হামদুলিল্লা-হি ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ (ছহীহ আবুদাঊদ হা/৮৩২; সনদ হাসান, মিশকাত হা/৮৫৮ ছালাতে ক্বিরাআত অনুচ্ছেদ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন