সোমবার, ১ আগস্ট, ২০১১

সব সময়ই ফোঁটা ফোঁটা প্রস্রাবের কারণে

প্রশ্নঃ  : সব সময়ই ফোঁটা ফোঁটা প্রস্রাবের কারণে পরিধেয় বস্ত্র এবং শরীর অপবিত্র থাকে। এমতাবস্থায় কিভাবে ছালাত আদায় করতে হবে?

উত্তর : এমতাবস্থায় দু
টি সহজ পথ রয়েছে : (১) প্রতি ওয়াক্তের জন্য পৃথক পৃথক ওযূ করে ছালাত আদায় করবেন (২) যোহর-আছর এবং মাগরিব-এশা সুন্নাত ছাড়াই জমা করে পড়বেন। যেভাবে মুস্তাহাযা নারীর ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে (তিরমিযী; আবূদাঊদ; মিশকাত হা/৫৬০-৬১; নায়ল ৪/১৩৬, ১৪০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন