শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

কোন্ জিনিস দ্বারা মানত করা যায়?


প্রশ্ন  : কোন্ জিনিস দ্বারা মানত করা যায়? ছালাত, ছিয়াম, টাকা-পয়সা, ফল-মূল, মোমবাতি, আগরবাতি, খিঁচুড়ী এসব মানত করা যায় কি?

উত্তর : সকল নেকীর কাজের দ্বারা মানত করা যায়। মানত হচ্ছে যরূরী নয় এমন কিছু কাজকে নিজের উপর যরূরী করে নেয়া। নেকীর কাজের মানত করলে তা পালন করতে হবে। আর পাপের কাজের মানত করলে তা পালন করতে হবে না (বুখারী, মিশকাত হা/৩৪২৭)। শিরক ও বিদ‘আতী কোন দিবস বা স্থানে কোন মানত করা যাবে না (আবুদাঊদ, মিশকাত হা/৩৪৩৭ ‘শপথ ও মানত’ অধ্যায়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন